falguni ghosh logo

আপনি কি স্টেপ বাই স্টেপ ওয়েবসাইট / ব্লগিং শিখে একজন প্রফেশনাল ব্লগার হয়ে , অনলাইনে স্মার্ট ক্যারিয়ার গড়তে চান ?

আমাদের কোর্স থেকে শিখুন  কোনোরূপ কোডিং ছাড়াই শিখুন ব্লগ্গিং/ওয়েবসাইট ।

কিভাবে আপনি শিখবেন এই কোর্স থেকে ?

পৃথিবীব্যাপী কিভাবে ইন্টারনেট ব্যবহার প্রতিনিয়ত বাড়ছে। ......👇

​​​​​​ITU estimates that at the end of 2019, 53.6 per cent of the global population, or 4.1 billion people, are using the Internet.

কিছু গুরুত্বপূর্ণ কথা:-

অনলাইন এর মাধ্যেম রোজগার করার কথা সকলেই শুনেছেন , হয়তো কেউ কেউ কিছু কিছু চেষ্টাও করেছেন । আবার এই একই জিনিস অনেকেই ডিজিট্যাল মার্কেটিং এর নামেও শুনে থাকবেন ( যদিও ডিজিটাল মার্কেটিং বিষয়টি আরো বিস্তারিত)
কিন্তু সফলতা সেভাবে আসেনি বা এলেও সামান্য কিছু ।
অনেকেই আবার কিভাবে শুরু করবো ভেবেই আর শুরু করতে পারেননি।
কিন্তু বাস্তব টা হলো অনলাইন এর মাধ্যমে ইনকাম হয় এবং এবং অনেকেই খুব ভালো পরিমান রোজগার করছে ।

তাহলে সমস্যা কোথায় ?
আমরা অনেক সমস্যা খুজে পেয়েছি , যেগুলোর মধ্যে মূল সমস্যা গুলি হলো …
১। কিভাবে শুরু করবো ।
২। সঠিক ট্রেনিং ।
৩। ট্রেনিং এর খরচ ।
৪। অবিন্যস্ত তথ্যের ছড়াছড়ি ।
৫ । অনেকের ভাষাগত সমস্যা।

আমারা এই সমস্যা গুলোর এবং এলাকার কথা ভেবে শুরু করেছি অনলাইন এর মাধ্যমে এ রোজগার করার প্রথম ধাপের ক্লাস ,ওয়েবসাইট বা ব্লগ তৈরি করে রোজগার । না ! এর জন্য আপনাকে রকেট সায়েন্স বা কোডিং শিখতে হবে না ।

খুব সহজেই আপনি , আপনার পরচিতি অনলাইনের মাধ্যমে গোটা বিশ্বের কাছে পৌঁছে দিতে পারবেন এবং ধীরে ধীরে আপনি পৌঁছে যাবেন আপনার কাঙ্খিত স্বপ্নে । কোর্স ফি মাত্র 1999 টাকা  ৪৯৯ টাকা।  

If you fail, never give up because FAIL means "First Attempt In Learning"

Sometimes it’s the smallest decisions that can change your life forever – Keri Russel