ব্লগ্গিং কি এবং কিভাবে আপনাকে রোজগারের পথ দেখাবে ?

ব্লগ্গিং কেন গুরুত্বপূর্ণ : আপনি যেখান থেকেই কিছু রোজগার করতে চান , সেই দুনিয়ায় আপনার কিছু পরিচিতি এবং সার্ভিস থাকা প্রয়োজন । যে সার্ভিস বা প্রোডাক্ট  যা মানুষের সামাজিক জীবনধারণের সমস্যা বা প্রয়োজন মেটাতে সক্ষম। 

[ সেই সার্ভিস বা প্রোডাক্ট যে সর্বদা ফিজিক্যাল ( যেমন : মোবাইল, ইট , রুটি , কাপড় ) হতে হবে তা না, সেটা ডিজিটাল প্রোডাক্ট ( যেমন -অনলাইন  ইনফরমেশন , ফুড মেকিং প্রসেস , শিক্ষামূলক টিউটোরিয়াল ) – ও হতে পারে। ]

সেদিক থেকে দেখতে গেলে ওয়েবসাইট বা ব্লগিং আপনাকে একদিকে দেবে যেমন একটি ভারী পরিচিতি,  সাথে সাথেই আপনার সার্ভিস আপনি তুলে ধরতে পারবেন খুব দক্ষতার সাথে পুরো বিশ্বের কাছে ।

ঠিক যেমনটি মহাজাগতিক কাজকর্মের জন্য মহাকাশে বিজ্ঞানীরা স্পেস স্টেশন তৈরি করে থাকনে। 

সেভাবেই অনলাইন এ পরিচিতি বা আপনার পরিষেবা বা তথ্য তুলে ধরার জন্য জন্য প্রয়োজন একটি বিশ্বব্যাপী কাঠামো , আর সেই কাঠামোয় হলো ব্লগ বা ওয়েবসাইট। 

এই স্পেস স্টেশন এর সাথে যেমন , বিভিন্ন কৃত্তিম উপগ্রহ গুলি যুক্ত থাকে , ঠিক সেভাবেই আপনার বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্লাটফর্মগুলি যুক্ত থাকবে আপনার ব্লগ বা ওয়েবসাইট এর সাথে। ধীরে ধীরে তৈরি হবে আপনার ডিজিটাল সিস্টেম।

আপনার ডিজিটাল সিস্টেম তৈরি হওয়ার সাথে সাথেই , শুরু হবে ডিজিটাল পথ ধরে মানুষের আনাগোনা এবং আপনার সার্ভিস  বা প্রোডাক্ট যদি ওই মানুষের জীবনে প্রয়োজনীয় হয় , তখনই শুরু হবে লেনদেন।

এখানে লেনদেন যে শুধুমাত্র একমুখী তা নয় বহুমুখী এবং বিশ্বব্যাপী।

way of make money from blog in bengali

ওয়েবসাইট বা ব্লগ থেকে কয় প্রকারের রোজগার হয়।

গুগুল এডসেন্স :

এই গুগুল এডসেন্স হলো গুগল কোম্পানি এর নিজস্ব বিজ্ঞাপন  সিস্টেম। এই প্রোগ্রামে আপনি যুক্ত হলে , আপনার ওয়েবসাইট বা ব্লগ এ গুগুল বিজ্ঞাপন দেখাবে। সেই বিজ্ঞাপনের টাকার শেয়ার আপনার ব্যাঙ্ক একাউন্ট এ  চলে আসবে। 

এফিলিয়েট ইনকাম :

এখানে আপনি বিভিন্ন বড় বড় ই কমার্স ( যেমন ফ্লিপকার্ট , আমাজন ) কোম্পানির প্রোডাক্ট এর এফিলিইয়েট লিংক  আপনার ওয়েবসাইট / ব্লগ এ দেবেন।  সেখান থেকে ক্লিক করে কেউ প্রোডকাট কিনলে , আপনি পেয়ে যাবেন সরাসরি কমিশন।  কাস্টমার সরাসরি বা আপনার লিংক থেকে প্রোডাক্ট এর দাম একই পাবে।  

ওয়েবসাইট তৈরি :

বিশ্বের ৩০ শতাংশ ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস থেকে তৈরি। তাই আপনি এই ওয়েবসাইট তৈরি ব্যাপারটি তে ভালো ভাবে দক্ষ হয়ে যেতে পারলে, নিজেই অন্যান্য প্রতিষ্ঠানের জন্য ওয়েবসাইট তৈরি করে দিয়ে , টাকা রোজগার করতে পারেন। 

প্রোডাক্ট বিক্রি (ই কমার্স) :

আপনার যদি কোনো ফিজিক্যাল প্রোডাক্ট থাকে , তাহলে আপনি ই কমার্স ওয়েবসাইট বানিয়ে , সেই প্রোডাক্ট সারা বিশ্বে বিক্রি করতে পারেন । এক্ষেত্রে গতানুগতিক যে ক্রয় বিক্রয় পক্রিয়া , তার চাইতে অনেক বেশি প্রোডাক্ট বিক্রি হবে এবং বিভিন্ন রকম বাড়তি খরচ ( বাড়ি ভাড়া , ইলেক্ট্রিক বিল, লেবার চার্র্জ )ইত্যাদি অনেক কমে যাবে। এবং আপনার মুনাফার পরিমান বেশি থাকবে। 

সরাসরি বিজ্ঞাপন :

আপনার ওয়েবসাইট বা ব্লগ এ যে ধরনের তথ্য থাকবে , সে ধরনের বাস্তবিক প্রোডাক্ট তৈরি করে এমন কোম্পানির সরাসরি বিজ্ঞাপন , আপনি আপনার ব্লগ পোষ্টের সাথে  প্রচার করতে পারেন। এটা অবস্যই সে কোম্পানির সাথে কথা বলে । একবার ভাবুন ,যদি আপনি চাকুরীর খবর  সম্পর্কিত ব্লগপোস্ট করেন এবং সেখানে বিভিন্ন জায়গা থেকে প্রতিদিন হাজার হাজার ছাত্র বা ছাত্রী আপনার ব্লগে এ তথ্য সংগ্রহ করতে আসে । সেখানে যদি চাকুরী পাওয়ার জন্য প্রশ্ন বা উত্তর  সম্পর্কিত কোনো বই এর পোস্ট হয় , সেটা কেনার চান্স্ অনেক বেশি।  তাই সে বই কোম্পানি আপনার ব্লগে এ বিজ্ঞাপন দেবে। 

ঘুরিয়ে বিজ্ঞাপন :

এটাকে ইংরেজিতে প্রোডাক্ট প্রমোশন ও বলতে পারেন।  এখানে আপনি যে সম্পর্কিত ব্লগ পোষ্ট করেন , সেই ধরণের কিছু নুতুন প্রোডাক্ট বা পুরানো প্রোডাক্ট এর বিষয়ে আপনার ব্লগে এ পোষ্ট করার অর্থ ঘুরিয়ে বিজ্ঞাপন দেওয়া।  যেমন ধারণ আপনি বিভিন্ন মোবাইলের ফিচার্স সম্পর্কে ব্লগ করেন , এখানে যদি যেকোনো একটি কোম্পানি নতুন কিছু প্রোডাক্ট লঞ্চ করে , সেখানে অন্যান্য , বিজ্ঞাপন মিডিয়াম এর চাইতে , আপনার ব্লগে এ বিজ্ঞাপন দেওয়া , কোম্পানির জন্য কম খরচ হবে এবং আপনার জন্য লাভজনক হবে ।

ট্র্যাফিক সুইচ :

একটি প্লাটফর্ম থেকে আর একটি প্লাটফর্ম দর্শক কে নিয়ে যাওয়ায় হলো ট্রাফিক সুইচ। জিনিসটি ঠিক কেমন আপনাদের একটু বোঝানোর চেষ্টা করি।

ধরুন আপনার একটি ইউটুবে চ্যানেল আছে , সেখানে আপনি যা কিছু দেখাচ্ছেন তার একটা লিখিত কপি দিয়ে একটা ব্লগ বা ওয়েবসাইট তৈরি করলেন । এবার দর্শক ওই তথ্যের জন্য গুগল সার্চ করে , আপনার ওয়েবসাইট এ এলো তথ্য জানার জন্য এবং লক্ষ্য করলো , তথ্যের সাথে সাথেই বিষয়টির পদ্ধতিও দেখানো আছে ইউটুবে চ্যানেল এ। সে তখন তথ্য পড়ার পর  আপনার ইউটুবে চ্যানেল এ গেলো। এখানে আপনি দ্বিগুন রোজগার করবেন (ওয়েবসাইট এবং ব্লগ ) এবং আপনার উপর দর্শক এর বিশ্বাস যোগ্যতাও বাড়বে ।

Leave a Comment